Reviews

SLST – Bengali বিষয়ে যারা আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়েছেন তাদের প্রায় প্রত্যেকেই নিজস্ব মতামত দিয়েছেন। আমরা সকলের মতামতের নিরিখে স্টাডিমেট ক্রমশ উন্নততর করার প্রয়াস করে চলেছি। যারা স্টাডিমেটের Reviews দিয়েছেন তাদের অনেকের মতামত এখানে দেওয়া হল।

স্টাডি মেটেরিয়াল গুলো দেখলাম স্যার, খুব ভালো লেগেছে এতো পরিমাণ তথ্যের প্রাচুর্য দেখে। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল স্যার। পাশাপাশি আপনার নিরলস প্রয়াস কে কুর্নিশ।

Beauty Banerjee, Kharagpur

খুব ভালো লেগেছে! আর সাহিত্যের ইতিহাস Specially খুব তথ্য সমৃদ্ধ ও উৎকৃষ্ট মানের।আসলে আপনার সমস্ত লেখনীতেই এটা স্পষ্ট কিন্তু এখানে নতুন আঙ্গিকে আরো ভালো লাগছে।

Anowar Hossain, North 24 Parganas

স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ! এরকম একটি গুছনো Study Materials প্রস্তুত করার জন্য। সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, পাঠ্যপুস্তকগুলি তথ্য পর্যাপ্ত, আশা করছি উপকৃত হবো। তবে একাদশ-দ্বাদশের পাঠ্যপুস্তকের কিছু অংশ ও সাহিত্যের রূপরীতির আরো কিছু তথ্য থাকলে ভালো হতো।

Munmun Dey, Jhargram

অসাধারণ স্যার।…সত্যিই অনবদ্য….এই মেটেরিয়াল হাতে পেয়ে সত্যি মনে হচ্ছে দুশ্চিন্তা অনেক লাঘব হয়ে যাচ্ছে।

Mistu Banik, Jalpaiguri

খুব সুন্দর, বহু তথ্য দিয়ে সাজানো…সহজেই বোধগম্য…। কাজেই সব মিলিয়ে অসাধারণ। দ্বিতীয় পার্টটির জন্য অপেক্ষায় রইলাম।

Shambhu Pal, North 24 PGS

অনেক তথ্যসমৃদ্ধ। অসাধারণ।

Sandip Singh, Uttar Dinajpur

খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে। আবার নতুন করে পড়া শুরু করেছি।

Avijit Mondal, Bankura

স্টাডিমেটগুলো খুব সুন্দর।

Priya Ghosh, Purba Bardhaman

এত সুন্দর ও তথ্যসমৃদ্ধ স্টাডিমেট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

Kutub Ali, Uttar Dinajpur

খুব সুন্দর ভাবে সাজানো।

Antara Purakait, Purba Bardhaman

খুব সুন্দরভাবে সব কিছু উপস্থাপন করা হয়েছে।

Mahamadul Islam, Murshidabad

খুব সুন্দরভাবে তথ্যগুলো সাজানো এবং তথ্যগুলো গুরুত্বপূর্ণ।

Susmita Roy, Alipurduar

অবশেষে পেলাম দীর্ঘ প্রতীক্ষার পর। সত্যিই মেটেরিয়ালস গুলো খুব সুন্দর সাজানো গোছানো। খুব সুন্দর বিশ্লেষণ করে দেওয়া আছে।

Abdul Bari, Nadia

হাতে পেলাম। খুব সুন্দর একটি গাইড বলব আমি যা আমি সব সময় খুঁজেছি। এর আগের SSC আমার হয়নি শুধুমাত্র গাইডের অভাবে। একা পড়াশোনা করেছিলাম। কাজের থেকে অ-কাজের জিনিস পড়েছিলাম আর সহজ প্রশ্নগুলো ভুল করে এসেছিলাম।

Sukla Paul, Dakshin Dinajpur

বিষয়গুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে।

Nasiruddin Ansari, Malda

খুব ভালো হয়েছে। সুন্দরভাবে তথ্যগুলি সাজানো আছে।

Basanta Roy, Uttar Dinajpur

অনেকদিন থেকে ভাবছিলাম স্টাডি মেটেরিয়াল বইটা নেবো, কিন্তু তারপরেও হয়ে ওঠেনি। আজ ৮ দিন হলো বইটা শেষ পর্যন্ত না কিনে পারলাম না। সবার মুখের কথা শুনে কোথাও যেনো আমার মনে লোভ হলো আর শেষে কিনে নিলাম। কিন্তু সবার মুখের কথা শুনে যা লেগেছিল তার থেকে বইটা অনেক বেশি মূল্যবান একটা রত্ন ভাণ্ডার। বইটা পড়ে আর মনেই হয়না যে অন্য কোনো বই এই সিলেবাসের জন্য পড়তে হবে।

Anupama Kumar, Jharkhand

খুব সুন্দর হয়েছে, তথ্য সমৃদ্ধ…আমার মতো মানুষের ভীষণ উপকারী।

Kalyan Chowni, Asansole

এছাড়া আরও অনেকেই তাদের মতামত দিয়েছেন। সবারটা একসঙ্গে তুলে ধরা সম্ভব হলো না। পেজের দিকে নজর রাখুন। ধীরে ধীরে সমস্তটা আপডেট করা হবে।
যারা স্টাডিমেট সম্পর্কে নিজেদের মূল্যবান মতামত দিয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সকলের মতামতের নিরিখে আগামীতে আরও উন্নতির চেষ্টা করা হবে।

Scroll to Top