SLST BENGALI MOCK TEST – 10

SLST লিখিত পরীক্ষায় সাফল্য কে না চায়! কিন্তু তার জন্য প্রয়োজন নিয়মমাফিক প্রস্তুতি ও সেই প্রস্তুতির যাচাই করা। বারবার নিজের প্রস্তুতিকে পরখ করে নিতে পারলে অনেক ত্রুটি শুধরে নেওয়ার সুযোগ মেলে। আর সেই সংশোধনের কাজটা করতেই আমাদের এই উদ্যোগ।

যারা আমাদের SLST BANGLA STUDY MATERIALS নিয়েছেন তাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য SLST STUDY পোর্টালে এই সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। SLST এর ধাঁচে MCQ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এই টেস্ট – SLST BENGALI MOCK TEST – 10। আজকের মক টেস্টের বিষয় অনুবাদ-অনুষঙ্গ ও ব্যাকরণ (প্রত্যয়)। আশা করি প্রত্যেকের প্রস্তুতিতে এই পরীক্ষা আরও সহায়ক হবে।

SLST BENGALI MOCK TEST – 10

আজকের বিষয় – অনুবাদ-অনুষঙ্গ ও ব্যাকরণ (প্রত্যয়)
মোট প্রশ্ন সংখ্যা – ১৫টি
সময় – ২০ মিনিট।

0%

Please login first

View your Result

Leave a Comment