SLST বাংলা লিখিত পরীক্ষায় সাফল্যের জন্য প্রয়োজন নিয়মমাফিক প্রস্তুতি ও সেই প্রস্তুতির যাচাই করা। বারবার নিজের প্রস্তুতিকে পরখ করে নিতে পারলে অনেক ভুল সংশোধন করে নেওয়ার সুযোগ মেলে। আর সেই যাচাইয়ের কাজটা করতেই আমাদের এই উদ্যোগ।
যারা আমাদের SLST BANGLA স্টাডি মেটেরিয়াল নিয়েছেন তাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য SLST STUDY পোর্টালে এই সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। SLST এর ধাঁচে MCQ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এই মক টেস্ট – SLST BENGALI MOCK TEST – 12 । প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস নির্ভর এই মক টেস্ট আশা করি প্রত্যেকের প্রস্তুতিতে এই টেস্ট সহায়ক হবে।
SLST BENGALI MOCK TEST – 12
আজকের বিষয় – প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাস
মোট প্রশ্ন সংখ্যা – ৫০টি
সময় – ৩০ মিনিট
ধন্যবাদ। খুব সুন্দর প্রশ্ন হয়েছে।
দারুণ প্রশ্ন…
Sir prasno khub valo chilo
খুব ভালো প্রশ্ন হয়েছে