SLST লিখিত পরীক্ষায় সাফল্যের জন্য প্রয়োজন নিয়মমাফিক প্রস্তুতি ও সেই প্রস্তুতির যাচাই করা। বারবার নিজের প্রস্তুতিকে পরখ করে নিতে পারলে অনেক ভুল সংশোধন করে নেওয়ার সুযোগ মেলে। আর সেই যাচাইয়ের কাজটা করতেই আমাদের এই উদ্যোগ।
যারা আমাদের স্টাডিমেট নিয়েছেন তাদের প্রস্তুতি যাচাইয়ের জন্য SLST STUDY পোর্টালে এই সাপ্তাহিক পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। SLST এর ধাঁচে MCQ প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে এই টেস্ট – SLST BENGALI MOCK TEST – 2। আমাদের আজকের মক টেস্টের বিষয় বাংলা সাহিত্যের ইতিহাস – প্রাচীন ও মধ্যযুগ। আশা করি প্রত্যেকের প্রস্তুতিতে এই পরীক্ষা আরও সহায়ক হবে।
SLST BENGALI MOCK TEST – 2
আজকের বিষয় – বাংলা সাহিত্যের ইতিহাস (প্রাচীন ও মধ্যযুগ)
মোট প্রশ্ন সংখ্যা – ২০টি
সময় – ৫ মিনিট।
View Result
You must log in to see your results.
খুব সুন্দর প্রশ্ন পত্র।