ক. সাহিত্যের ইতিহাস
প্রথম সংশোধনী – এই পোস্টে পাচ্ছেন কিছু ত্রুটির সংশোধন। সাহিত্যের ইতিহাস সহ অন্যান্য বিষয়ের ত্রুটির সংশোধন এই প্রথম সংশোধনীতে দেওয়া হল। স্টাডিমেটের কোন্ পেজে কোন্ পয়েন্টে কী সংশোধন হবে তা দেখে নিন এবং আপনার স্টাডিমেটে উক্ত অংশের সংশোধন করে নেবেন – এই অনুরোধ।
১. পৃঃ ১২ বিজয়গুপ্ত, পয়েন্ট নং ৬ – কাব্যের প্রকাশ ১৩০৩ বঙ্গাব্দ হবে।
২. পৃঃ ১৬ শ্রীচৈতন্যভাগবত সম্পর্কে, পয়েন্ট নং ২ – নিত্যানন্দ স্বরূপ হবে।
৩. পৃঃ ১৮ পয়েন্ট নং ৪ ‘বোধোদয়’ মার্শম্যানের না হয়ে চেম্বার্সের হবে।
৪. কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মৃত্যুসন ১৯৫৪ খ্রিঃ হবে।
৫. যতীন্দ্রনাথ সেনগুপ্তের ‘মরুমায়া’ ১৯৩০ খ্রিঃ হবে।
৬. রবীন্দ্রনাথের সাহিত্যের ‘পথে’ ১৯৩৬ খ্রিঃ হবে।
খ. অনুবাদ অনুষঙ্গ
১. পৃঃ ৭৯ আন্তন চেকভ, পত্রিকায় রচনা অংশে ১৮৮২ সাল হবে।
২. পৃঃ ৭৫ কবীরের দোহার অনুবাদ করেন রবীন্দ্রনাথ। অনুবাদের সাল ১৯৮৫ -এর পরিবর্তে ১৯১৫ হবে।
গ. ব্যাকরণ
১. পৃঃ ১২ – স্বর্ণ = সু + অর্ণ হবে। (রেফ বাদ গেছে)